সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৭, ২০১৯

ইউনেস্কোর সহযোগিতায় সুন্দরবনে দক্ষতার প্রশিক্ষণ দেবে রাজ্য

ইউনেস্কোর সহযোগিতায় সুন্দরবনে দক্ষতার প্রশিক্ষণ দেবে রাজ্য

রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর ইউনেস্কোর সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিভিন্ন ব্লকে গ্রামোন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে। এর প্রাথমিক উদ্দেশ্য কৃষিক্ষেত্রে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি এবং পদ্ধতির ব্যবহার করে শস্যের উৎপাদন বাড়ানো।

ইউনেস্কোর তরফে এই উদ্যোগ বাস্তবায়িত করবে জার্মান সংস্থা UNESCO-UNEVOC। সুন্দরবনের বিভিন্ন ব্লকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শুরু হওয়া উৎকর্ষ বাংলা প্রকল্পে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়। গত বছর ৭০ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্তরা কাজে নিযুক্ত হয়েছে। রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্পে এই বছর ৬ লক্ষ যুবকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, উৎকর্ষ বাংলা প্রকল্পকে ইতিমধ্যেই ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। ইউএন আইটিও সংস্থা আয়োজিত ডাব্লুএসআইএস পুরস্কারে এই প্রকল্প উঠে এসেছে সেরা পাঁচের তালিকায়।

ফাইল ফটো