জুলাই ১১, ২০১৯
মানবপাচার রুখতে চাকরির এজেন্সিতে নজরদারি রাজ্যের

অনেক সময় চাকরির টোপ দিয়ে মানবপাচারের অভিযোগ ওঠে। এমন ঘটনা রুখতে কড়া নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী।
সমাজকল্যাণ দপ্তরের বাজেট বিতর্কে অংশ নিয়ে মন্ত্রী জানান, পাচার রুখতে প্লেসমেন্ট এজেন্সিকে চিহ্নিত করে সেই তালিকা শ্রম দপ্তরকে দেওয়া হয়েছে। এই এজেন্সিগুলি বৈধ কি না, শ্রম দফতর খতিয়ে দেখবে। এই প্রক্রিয়া সাফল্যের সঙ্গে শেষ হলে প্লেসমেন্ট এজেন্সিগুলিকে নিয়ন্ত্রণের জন্য বিধি তৈরী করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
মন্ত্রী আরও জানিয়েছেন, শিশুদত্তক নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় দু’টি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।
সৌজন্যেঃ এই সময়