ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বর্ধমানে চালু হবে তাঁত হাট

পূর্ব বর্ধমান জেলার তীতশিল্পী ও শ্রমিকদের পাশে দাঁড়াতে পূর্বস্থলী ১ নং ব্লকের শ্রীরামপুর ও কালনার ধাত্রীগ্রামে একজোড়া তাঁত হাট তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাট দুটি তৈরীর কাজ প্রায় শেষ। এর ফলে এলাকার লাখের বেশী তন্তুবায় পরিবার উপকৃত হবে।
পূর্ব বর্ধমান জেলার কালনা ও কাটোয়া দুই মহকুমার বিস্তীর্ণ এলাকার বহু বাসিন্দা প্রত্যক্ষভাবে ও পরোক্ষে তীতের ওপর নির্ভরশীল। ২০১৬ সালে এলাকার সমুদ্রগড়ে এসে মুখামন্ত্রী ‘তাতশিল্পের প্রসারে তাঁত কাপড়ের হাট তৈরীর প্রতিশ্রুতি দিয়ে যান। ২০১৭ সালে সরকারিভাবে প্রকল্প তৈরীর আনুষ্ঠানিক ঘোষণা হয়। সেই ঘোষণা এবার বাস্তবায়িত হওয়ার মুখে। তাই এলাকার তন্তুবায় পরিবারগুলি মুখামন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন।
স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বলেন, প্রথমে ঠিক ছিল, তাঁতের হাট দুটি হবে সমুদ্রগড় আর ধাত্রীগ্রামে। কিন্তু সমুদ্রগড়ে জমি না পাওয়ায় জায়গাটি বদলে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে তন্তুজ ভবনের জমিতে প্রকল্পটি তৈরী হচ্ছে।
তাঁত ও তাঁতির সুবিধার্থে তাঁতশ্রী প্রকল্পে এটি রাজ্যের মধ্যে প্রথম সরকারি প্রকল্প। এখানে এক ছাদের নীচে তাঁত শিল্পের জন্য বিভিন্ন ধরনের সুতো, রং, তাঁতের যাবতীয় সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের তাঁতের কাপড় মিলবে। শ্রীরামপুরের তাঁতের হাটের জন্য ৭ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য। এই প্রকল্পের পাশেই থাকবে একটি রাস্ট্রায়ত্ব ব্যাঙ্ক। তৈরী হবে অতিথি নিবাস, আধুনিক শৌচাগার। ফলে দূর দুরান্তের ক্রেতা বিক্রেতারা এখানে এসে থাকতে পারবেন।
সৌজন্যেঃ আজকাল