ফেব্রুয়ারি ২৬, ২০১৯
পোল্ট্রি উৎপাদন বাড়াতে এবার দক্ষতা উন্নয়ন কেন্দ্র

রাজ্য প্রাণী সম্পদ দপ্তর এবং পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশন আয়োজিত সপ্তম কলকাতা আন্তর্জাতিক পোল্ট্রি মেলা অনুষ্ঠিত হয় ২০শে ফেব্রুয়ারি।
রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী এই মেলায় বলেন রাজ্যে ডিমের উৎপাদন বাড়াতে পোল্ট্রিতে যেসব মানুষ কাজ করেন, তাদের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের।
ইতিমধ্যেই এইরকম দুটি কেন্দ্র তৈরী হয়েছে। তৃতীয়টি গড়া হবে বাঁকুড়ায়। এই তৃতীয় কেন্দ্রটি তৈরী করতে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দি ওয়েস্ট বেঙ্গল ইন্সেন্টিভ স্কীম ২০১৭ এর আওতায় পোল্ট্রি ব্যাবসায়ীদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, বিদ্যুতের প্রতি ইউনিটে দাম কমানোয় রাজ্যে উন্নত হচ্ছে পোল্ট্রি ব্যবসা।
ফাইল চিত্র