ফেব্রুয়ারি ১৩, ২০১৯
১৫ লক্ষ পরিবারকে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেবে রাজ্য সরকার
উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। এই গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবহাওয়া পরিবর্তন নিয়ে খুবই চিন্তিত। তাই তাঁর উদ্যোগে আমরা সবুজ শহরের ওপর জোর দিয়েছি।’
গেইল–এর চিফ জেনারেল ম্যানেজার বলেন, “বাংলায় প্রাকৃতিক গ্যাসের অনেক উৎস রয়েছে। আমরা গ্যাসের পাইপ লাইন করছি। জগদীশপুর থেকে হলদিয়া হয়ে কলকাতায় ঢুকবে। প্রায় ২৬০০ কিলোমিটার। গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই কাজ করছি। নদীয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এসব জায়গা দিয়ে পাইপলাইন যাবে।”
তিনি আরও বলেন, “আগামী ৫ বছরে আমরা ৫ হাজার কোটি টাকা বৃহত্তর কলকাতার জন্য বিনিয়োগ করব। বিশেষ করে এই প্রাকৃতিক গ্যাসকে বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি।”
প্রাকৃতিক গ্যাস পরিচ্ছন্ন জ্বালানি। কয়লা ও তেলের তুলনায় এর থেকে কার্বন–ডাইঅক্সাইড অনেক কম উৎপন্ন হয়। এই গ্যাস উত্তোলন করা গেলে রাজ্যের অর্থনীতির বুনিয়াদ আরও শক্ত হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
ফাইল ফটো