ফেব্রুয়ারি ১৯, ২০১৯
পড়ুয়াদের সাইকেল দিতে সরকারি ব্যয় দু’বছরে দ্বিগুণ
সবুজ সাথী প্রকল্পে স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার খাতে সরকারি খরচ দুই বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে। বিধানসভায় অনগ্রসর কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী লিখিত উত্তরে এটা জানান।
মন্ত্রী জানান, সবুজ সাথী প্রকল্পে ২০১৬-১৭ আর্থিক বছরে সরকারের খরচ হয়েছিল ৩১৫ কোটি ৪৩ লক্ষ টাকা। ২০১৭-১৮ আর্থিক বছরে এই খাতে খরচের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ২২ লক্ষ টাকা। মন্ত্রী আরও জানান, ই-টেন্ডারের মাধ্যমে তিনটি সংস্থা সাইকেল সরবরাহের বরাত পেয়েছিল। ২০১৬-১৭ আর্থিক বছরে সাইকেল পিছু খরচ হয়েছিল ৩২৭৮ টাকা। পরের আর্থিক বছরে এই খরচ দাঁড়ায় ৩৩১৮ টাকা।
২০১৫-১৬ আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছিল। নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়। সরকারি অনুমোদিত স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। প্রথম পর্যায়ে প্রায় ৩৫ লক্ষ সাইকেল কেনা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ৩৫ লক্ষ সাইকেল কেনা হয়। এই প্রকল্পে এক কোটি ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ লক্ষ সাইকেল ইতিমধ্যে দেওয়া হয়েছে। ২০১৮ শিক্ষাবর্ষে ১২ লক্ষ ৩৮ হাজার সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে।
ফাইল চিত্র