সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৪, ২০১৯

শিলিগুড়িকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়বে রাজ্য সরকার

শিলিগুড়িকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়বে রাজ্য সরকার

ঘন জঙ্গল ও পর্বতে ঘেরা শহর শিলিগুড়িকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়বে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য পর্যটন মন্ত্রী একথা জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার পর্যটনের পরিকাঠামো উন্নয়নে যে সব পদক্ষেপ নিয়েছে তার ফলে উত্তরবঙ্গে পর্যটকদের সংখ্যা বেড়েছে বহুগুন। এর ফলে, সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নও হয়েছে।

শিলিগুড়ির কাছেই পর্যটন দপ্তরের প্রকল্প নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্ক কিংবা বেঙ্গল সাফারি এবং গাজোলডোবায় ভোরের আলো পর্যটন কেন্দ্রে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে।

মন্ত্রী জানান, ভোরের আলো পর্যটন কেন্দ্রে লর্ড অফ দি রিংস সিনেমার আদলে তৈরী ভূগর্ভস্থ কটেজ এবং এলিফ্যান্ট শেল্টার তৈরী করা হবে। এছাড়া, অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটিসের মধ্যে দড়ির মই, জিপলাইনও চালু করা হবে।

ভোরের আলো সাফারি পার্ক থেকে সরস্বতীপুর পর্যন্ত বৈকুন্ঠপুর জঙ্গল বরাবর ৯ কিলোমিটার দীর্ঘ সাইক্লিং এবং ট্রেকিং সার্কিটও তৈরী করা হচ্ছে।

মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যর কাছে লাল্টং এবং চমকডাঙ্গি গ্রামে ১৫টি কটেজ তৈরী করছে পর্যটন দপ্তর। সেবকেও কটেজ এবং ওয়াচটাওয়ার তৈরী করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, মহানন্দা বাঁধের কাছে প্রজাপতি, মথ ও সরীসৃপ পার্ক এবং কটেজ-রেস্তোরাঁ নির্মাণ করবে পর্যটন দপ্তর। সেচ ও জলপথ দপ্তর ইতিমধ্যেই বাঁধের দুপাশে পার্ক তৈরী করেছে। একটি রোপওয়ে পরিষেবাও শুরু করা হবে এখানে।

পাশাপাশি, জলপাইগুড়ি শহরের কাছে দেবী চৌধুরানী মন্দির এবং সুপ্রাচীন ভ্রামরী দেবী মন্দিরের কাছে কয়েকটি পর্যটন প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার।

ফাইল ফটো