জুলাই ১১, ২০১৯
শুন্যপদ পূরণের জন্য বিশেষ কর্মসূচী রাজ্য সরকারের

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মচারীগণের অবসরের কারণে বহু পদ শূন্য হয়েছে।
বিগত কয়েক বছরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে উল্লেখযোগ্য সংখ্যক নতুন নিয়োগ করা সত্ত্বেও বর্তমানে ক, খ, গ ও ঘ শ্রেণীভুক্ত পদে শুন্যপদ আছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ করার জন্য রাজ্য সরকার নিয়েছে এক বিশেষ উদ্যোগ।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের ৩৩৬৮৭টি পদ শূন্য। এই পদগুলি পূরণ হলে জনসাধারণকে আরও উন্নত মানের এবং বাড়তি সুবিধা দেওয়া সম্ভব হবে।
এই শূন্যপদগুলির মধ্যে ১৮৫২৭টি পদ অসংরক্ষিত এবং ১৫১৬০টি পদ সংরক্ষিত। এই সংরক্ষিত পদগুলির মধ্যে ৭৪১১টি তপশিলি জাতি, ২০২১টি পদ তপশিলি উপজাতি, ৫৭২৮টি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং ১৩৪৭টি পদ প্রতিবন্দীদের জন্য।