জুলাই ২৩, ২০১৯
অগ্নি নির্বাপণ সংক্রান্ত পুস্তিকা তৈরী করছে রাজ্য সরকার

রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর রঙিন ফটো সম্বলিত একটি অগ্নি নির্বাপণ সংক্রান্ত পুস্তিকা তৈরী করছে। যেখানে ফটোর মাধ্যমে দেখানো আছে কীভাবে আগুন থেকে বিভিন্ন দুর্ঘটনা এড়ানো যায়।
এই অভিনব সচেতনতামূলক উদ্যোগের জন্য বেছে নেওয়া হয়েছে স্কুল ও কলেজ পড়ুয়াদের।
এই পুস্তিকার মাধ্যমে, দুর্ঘটনা এড়ানোর সবথেকে কার্যকরী পন্থা হল সচেতনতা বাড়ানো এবং দুর্ঘটনা ঘটলে সেটার মোকাবিলা করা। কিছু সাধারণ পদ্ধতি অবলম্বন করলে সহজেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই পুস্তিকা ছাপানো হয়েছে।
স্কুল ও কলেজ পড়ুয়াদের মধ্যে শীঘ্রই এই পুস্তিকা বিতরণ শুরু করা হবে এবং তাদের বলা হবে তাদের পরিবারের সদস্যদেরও এই বিষয়ে অবহিত করতে।
এই পুস্তিকাটি শুরু হচ্ছে একটি ফটো দিয়ে যেখানে একজন মা তাঁর সন্তানদের বোঝাচ্ছেন বাড়িতে আগুন লাগলে কি করতে হবে। পুস্তিকাতে প্রতিটি বার্তা ছোট করে ফটোর মাধ্যমে বর্ণনা করা আছে এর মাধ্যমে সকলে আকর্ষিত হবে।
নির্দেশাবলীঃ
আগুন লাগার সঙ্গে সঙ্গে সমস্ত বিদ্যুৎচালিত যন্ত্র বন্ধ করে দিতে হবে এবং সমস্ত দরজা জানলা খুলে দিতে হবে। মুখ ও নাক একটি কাপড় দিয়ে ঢেকে সিঁড়ির মাধ্যমে বাড়িটি পরিত্যাগ করতে হবে। এরপর দমকলে যোগাযোগ করতে হবে।
রান্নাঘরে রান্নার গ্যাস সংক্রান্ত সাবধানতা অবলম্বনঃ উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা, কাপড় দিয়ে ধরে কোনও গরম বাসন উনুন থেকে না নামানো, গ্যাসের গন্ধ পেলে জানলা ও দরজা খুলে দেওয়া, স্টোভ জ্বলাকালীন তাতে কেরোসিন না ঢালতে ইত্যাদি।
দেশলাই বাচ্চাদের নাগালের বাইরে রাখা।
বিছানায় শুয়ে ধুমপান না করা।
বিদ্যুৎ চলে গেলে সমস্ত সুইচ অফ করে দেওয়া।
একটি প্লাগ পয়েন্ট থেকে একাধিক বিদ্যুৎচালিত যন্ত্র না চালানো।
দীপাবলির সময়ে শিশুদের ওপর নজর রাখা এবং কোনও দুর্ঘটনা ঘটলে ১০১ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা।