সেপ্টেম্বর ৯, ২০১৮
গবেষণার কাজে গতি বাড়াতে রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘গবেষণায় বাংলা’

গবেষণার কাজে গতি বাড়াতে রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘গবেষণায় বাংলা’। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করতে পারবেন বিভিন্ন বিষয়ে। গবেষণার সঙ্গে মিলবে অনুদানও।
প্রথমে শিক্ষকরা কী বিষয়ে গবেষণা করতে চান তা সংক্ষেপে লিখে আগামী ১৫ সোপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে শিক্ষা দপ্তরে । এরপর শিক্ষা দপ্তরের একটি বিশেষজ্ঞ কমিটি ঠিক করবেন কারা কারা গবেষণায় সুযোগ পাবেন।
এই প্রকল্পে গবেষণা করার সুযোগ থাকছে কৃষি, প্রাণী, মৎস বিজ্ঞান, বায়ো টেকনোলজি,কারিগরি ও প্রযুক্তি,পরিবেশ সহ অন্যান্য বিষয়গুলিতেও। তবে মেনে চলতে হবে বেশ কিছু নিয়মাবলী।
মূলত গবেষণা করতে হবে পশ্চিমবঙ্গের ভেতরেই। আরও কিছু শর্ত রয়েছে যেগুলো মানতে হবে। রাজ্য সরকারের এই প্রকল্পে উপকৃত হবেন বলে আশা করছেন শিক্ষকমহলের একাংশ ।