সেপ্টেম্বর ১৭, ২০১৮
শিশু নির্যাতন ঠেকাতে চালু হল হেল্পলাইন

শিশুদের ওপর যৌননিগ্রহের ঘটনা ঘটলে এবার সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২৪ ঘন্টাই অভিযোগ দায়ের করা যাবে। এই নতুন হেল্পলাইনের কথা ঘোষণা করেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী।
পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের উদ্যোগে চালু হল হেল্পলাইন নম্বর। এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯৮৩৬৩০০৩০০। এই পরিষেবা চালু হয় ১০ই সেপ্টেম্বর থেকে।
রাজ্যের যে কোনও প্রান্তে যে কোনও শিশুর ওপর শারিরিক, মানসিক নির্যাতন করলে, জোর করে বিয়ে দিলে, যৌন হেনস্থার মতো ঘটনা ঘটলে, পক্সো আইন লঙ্ঘন করলেই এই নম্বরে অভিযোগ জানানো যাবে আয়োগের অফিসে না এসেও।