সাম্প্রতিক খবর

জুলাই ১৪, ২০১৯

বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য মন্ত্রীসভা

বেসরকারিকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগল রাজ্য মন্ত্রীসভা

রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের কড়া নিন্দা করলেন রাজ্য মন্ত্রীসভার সদস্যরা। বিধানসভায় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একটি প্রস্তাব আনে তৃণমূল। বিধানসভায় বিরোধীরাও এই প্রস্তাবের সমর্থন করেন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাবে কেন্দ্র যেন তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে ২৬টি রাষ্ট্রায়ত্ত সংস্থা\কে ধ্বংস করেছে নরেন্দ্র মোদীর সরকার। আগামী দিনে আরও রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ধ্বংস এবং বেসরকারিকরণ করবে মোদী সরকার। এই সকল সংস্থাকে বেসরকারিকরণ করা শুধুমাত্র নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়ার কৌশল কেন্দ্রের। নবরত্ন এবং মিনিরত্ন সংস্থাগুলিকেও বিক্রীর প্রক্রিয়া চলছে।

এই বিষয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী বিধানসভায় বলেন, অনেক কেন্দ্রীয় সরকারি সংস্থাকে অল্প মূল্যে বিক্রী করে দেওয়া হচ্ছে এবং দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন বিদেশী ব্যাঙ্কে গচ্ছিত রাখা কালো টাকা দেশে ফেরত আনবে। বাস্তবে লাভজনক সংস্থাগুলিকে কেন্দ্রীয় সংস্থা বিক্রী করে দিচ্ছে। বাংলার মানুষের আত্মসম্মানেও আঘাত করেছে কেন্দ্র। রাজ্যকে দেউলিয়া করার প্রচেষ্টা করছে কেন্দ্র সরকার।