সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২৩, ২০১৯

কৃষক বন্ধু প্রকল্প রূপায়ণে রাজ্যে এবার বিশেষ সেল গড়বে সরকার

কৃষক বন্ধু প্রকল্প রূপায়ণে রাজ্যে এবার বিশেষ সেল গড়বে সরকার

রাজ্যে ক্ষমতায় এসেই কৃষির স্বার্থে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশেই কৃষকবন্ধু প্রকল্প রূপায়ণের জন্য একটি বিশেষ সেল তৈরী করতে চলেছে কৃষি দপ্তর।

এই সেলের দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত কৃষি অধিকর্তা। সংশ্লিষ্ট আধিকারিক অবসর নিলেও তাঁকে পুনর্নিয়োগ করে এই কাজের দায়িত্বে রাখতে পারে দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পে কৃষকদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। পঞ্চায়েত অফিস থেকে চেক বিলি করা হচ্ছে। প্রকল্প রূপায়ণের জন্য কোনও অর্থাভাব যাতে না হয়, তাও নিশ্চিত করা হয়েছে।

চলতি আর্থিক বছরের শেষ দু’মাসের জন্য এই খাতে চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে চাষের জন্য আর্থিক অনুদান ছাড়াও কোনও কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে প্রয়োজনীয় নথি সহ মৃত কৃষকের পরিবারকে আবেদন করতে হবে। কৃষি দপ্তর সূত্রে জানিয়েছে, আবেদন পেলে দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বজ্রাঘাতে বা সাপের কামড়ে মৃত্যু হলে ক্ষতিপূরণের ব্যবস্থা আগে থেকেই চালু আছে।

কৃষকবন্ধু প্রকল্পের জন্য ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে কৃষি দপ্তর। প্রতিদিনই বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। একজন করে আধিকারিক ও কর্মী পালা করে এখানে কাজ করছেন। ছুটির দিনে হেল্পলাইনে কাজ করার জন্য বিশেষ রোস্টার তৈরী হয়েছে। কৃষকবন্ধু প্রকল্প নিয়ে ফোনে জিজ্ঞাসার উত্তর দিতে হচ্ছে এখানে।