সেপ্টেম্বর ৬, ২০১৮
পুজোর কেনাকাটা পর্বে এই প্রথম বিশেষ বাস-ট্রাম নামাচ্ছে নিগম

পুজো আর দু’মাসও বাকি নেই। পুজো মানেই নতুন পোশাক। কেনাকাটার ঢল নামবে বাজারগুলিতে। সেই ভিড় সামাল দিতে এবার প্রথম শহর ও শহরতলিতে বিশেষ বাস এবং ট্রাম চালাবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।
নিগম সূত্রের খবর, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে সেপ্টেম্বরের গোড়া থেকেই। নিগম অধিকর্তারা জানিয়েছেন, শনি ও রবিবার তো বটেই, অন্যান্য ছুটির দিনেও এই পরিষেবা মিলবে। বাসগুলি দেখা যাবে পথদিশা অ্যাপে।
পুজোর আগে ক্রেতাদের ভিড়ে জমজমাট থাকে ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান চত্বর। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা চত্বর থেকেই একগুচ্ছ রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে বাস যাবে হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা চৌরাস্তা এবং সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত।
শ্যামবাজার থেকে দু’টি রুটে বাস চালানো হবে। একটি রুটে বাস যাবে নাগেরবাজার পর্যন্ত। অন্য রুটটিতে বাস যাবে চিড়িয়ামোড়, সিঁথি, ডানলপ, টিটাগড় হয়ে সোদপুর পর্যন্ত। গড়িয়াহাট চত্বর থেকেও একগুচ্ছ রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। গড়িয়াহাট চত্বর থেকে বাস যাবে হাওড়া স্টেশন, গড়িয়া, শিয়ালদহ এবং বেহালা চৌরাস্তা পর্যন্ত।
বাসের পাশাপাশি ক্রেতাদের ভিড় সামাল দিতে চালানো হবে বিশেষ ট্রামও। দু’টি রুটে চলবে বিশেষ ট্রাম। দুই ক্ষেত্রেই ট্রামগুলি ছাড়বে বালিগঞ্জ থেকে। একটি রুটের ট্রাম যাবে টালিগঞ্জ পর্যন্ত। অন্য রুটে ট্রাম যাবে খিদিরপুর পর্যন্ত।
এছাড়াও বাইপাস এবং ভিআইপি রোড হয়ে আসা-যাওয়া করা নিগমের রুটগুলিতে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।