সাম্প্রতিক খবর

অগাস্ট ৩০, ২০১৮

উত্তরবঙ্গের কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্পসেট

উত্তরবঙ্গের কৃষকদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্পসেট

উত্তরবঙ্গের কৃষকদের জন্য আবারও খুশির বার্তা নিয়ে এল রাজ্য সরকার। এবার উত্তরবঙ্গের কৃষকরা পাবেন সৌরবিদ্যুৎ চালিত পাম্পসেট। কয়েকদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একথা ঘোষণা করেন।

এই প্রকল্পের আনুমানিক খরচ ১২.৮ কোটি টাকা। যেহেতু এই পাম্পসেটগুলি সৌর শক্তিতে চলবে, এগুলোর চালানোর খরচ হবে খুব কম। কৃষিকাজ ছাড়াও এই পাম্পসেটগুলি মাছ চাষেও ব্যবহার করা যাবে।

একই জমিতে কৃষি কাজ ও মাছ চাষ করার পরিকল্পনা রয়েছে। বীজ বপনের পর ১ ফুট উচ্চতার বাঁধ তৈরী করা হবে এই জমি ঘিরে। ২০ দিন পর জমিটি জল দিয়ে ভরাট করতে হবে; জলস্তরের উচ্চতা অন্তত ৪ ইঞ্চি হতে হবে। তারপর ছাড়া হবে মাছের চারা। নাইল তেলাপিয়ার চারা ছাড়া হবে এই জলে, এমনটাই পরিকল্পনা।