সাম্প্রতিক খবর

মার্চ ১৭, ২০১৯

স্কুল শিক্ষায় বাংলায় উল্লেখযোগ্য সাফল্য

 স্কুল শিক্ষায় বাংলায় উল্লেখযোগ্য সাফল্য

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৭ বছরে (২০১১ সালের মে মাস থেকে) স্কুল শিক্ষার পরিকাঠামোর অভূতপূর্ব উন্নতি হয়েছে।

সাফল্যের নজিরঃ

  • ৬৩, ৫১০ জন স্থায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগ
  • ৩০,৬১৮ জন স্থায়ী উচ্চ প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক নিয়োগ (প্রধান শিক্ষক সহ)
  • ১০০% বিদ্যালয়ে মেয়েদের শৌচাগার এবং ছেলেদের ভিন্ন শৌচাগার
  • ৮৭% উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নত কম্পিউটার পরিষেবা
  • ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৩ লক্ষ শিক্ষক প্রশিক্ষণ
  • শিক্ষার অধিকার আইন মোতাবেক ৮৯,০৯৫ জন শিক্ষকের ডি.এল.এড যোগ্যতা প্রদান
  • ছাত্র শিক্ষক অনুপাত এখন প্রাথমিকে পূর্বতন ২৯.৭০ থেকে কমে ২০.০০ এবং উচ্চ প্রাথমিকে পূর্বতন ৪৮.০৭ থেকে কমে ৪২.০০

স্কুল ছুট এর হার উল্লেখযোগ্যভাবে কম

  • প্রাথমিক স্তরে স্কুল ছুট এর হার এখন (-২.১২) (পূর্বতন ৩.৪৫)
  • উচ্চ প্রাথমিক স্তরে স্কুল ছুট এর হার এখন (-০.১৭) (পূর্বতন ৫.৩)
  • মাধ্যমিক স্তরে স্কুল ছুট এর হার এখন ১৪.৬৪ (পূর্বতন ১৭.৫০)
  • উচ্চ-মাধ্যমিক স্তরে স্কুল ছুট এর হার এখন ১১.০৪ (পূর্বতন ১৭.৪৮)

শিক্ষার্থী ধরে রাখার হার প্রাথমিক স্তরে ১০৫.৯৮ এবং উচ্চ প্রাথমিক স্তরে ৯১.০৬