সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২০, ২০১৯

লজ্জার রাজনীতি করছে ওরা', গুজব নিয়ে সরব মমতা

লজ্জার রাজনীতি করছে ওরা', গুজব নিয়ে সরব মমতা

পুলওয়ামাকাণ্ডের পর থেকেই ঘটনা পরম্পরা নিয়ে বিজেপিকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয়তাবাদের জিগির তুলে ফায়গা লোটার চেষ্টা করছে বিজেপি, এমনও অভিযোগ করেছেন তিনি। এবার নাম না করে বিজেপিকে আরও একবার আক্রমণ করলেন তিনি।

বুধবার দুপুরে ট্যুইট করে তিনি লেখেন, ‘এক শ্রেণির রাজনৈতিক গোষ্ঠী ও সাংবিধানিক পদে থাকা নেতারা বিপজ্জনক বিবৃতি দিচ্ছেন,উস্কানিমূলক মন্তব্য করে হিংসা ছড়াচ্ছেন সেই কারণে দেশজুড়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে ও মানুষের মধ্যে হিংসা বাড়ছে । সংবাদমাধ্যমকেও রেয়াত করা হচ্ছে না । এটা ঘৃণার রাজনীতি ও এটা খুব লজ্জাজনক রাজনীতি।’