সাম্প্রতিক খবর

অগাস্ট ৩১, ২০১৮

ঐতিহাসিক সিঙ্গুর রায়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ

ঐতিহাসিক সিঙ্গুর রায়ের দ্বিতীয় বর্ষপূর্তি আজ

ঠিক দুই বছর আগে, অর্থাৎ ৩১শে আগস্ট ২০১৬তে মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের সিঙ্গুরের জমি অধিগ্রহণকে ‘অবৈধ ও অসাংবিধানিক’আখ্যা দেন। মহামান্য আদালত বর্তমান তৃণমূল সরকারকে নির্দেশ দেন কৃষকদের জমি ফিরিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১০ বছরের অক্লান্ত সংগ্রামের এক মধুর সমাপতন ঘটে।

২০১৬ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের চাষিদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের চেক তুলে দেন। সিঙ্গুর এখন ফিরেছে শস্যভাণ্ডারে। শুধু ধান, আলু নয়, একইসঙ্গে চাষ হয়েছে ডাল, ভুট্টা, তিল, সরষে–সহ নানা সবজির। বর্তমানে সিঙ্গুরে চোখে পড়বে বিস্তীর্ণ জমিতে বোরো ধানের চাষ।

কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন স্বাধীনতার পর ভারতবর্ষের বুকে জমি আন্দোলনের এক পথিকৃৎই বটে।

আজকের এই দিনটিকে স্মরণ করে টুইটারে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:

২০১৬ সালে ৩১শে আগস্ট দেশের সুপ্রিম কোর্ট, একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেন যে, সিঙ্গুরে বামফ্রন্ট সরকার দ্বারা জমি অধিগ্রহণ অবৈধ ছিল। সেই ঐতিহাসিক রায়ের দ্বিতীয়বার্ষিকীতে দেশের সব কৃষকদের আমার শুভেচ্ছা জানাই। আমরা সবসময় তাদের সংগ্রামে তাদের পাশে আছি।