সাম্প্রতিক খবর

জুলাই ২৩, ২০১৯

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধি

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধি

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করা হল ৷ সোমবার নবান্ন থেকে এই বিষয়ে জারি করা হয়েছে নির্দেশিকা ৷ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুই ক্যাটাগরিতেই বেতন বৃদ্ধি করা হবে।

তবে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে ৷ পাশাপাশি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের নামে এফআইআর দায়ের করা হবে ৷ এছাড়া ৬০ বছরের আগে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকে তাহলে তার উত্তরাধিকারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ সাধারণত এই টাকা কন্ট্রোলিং অথোরিটির তরফে দেওয়া হবে যারা তাদের বেতন দিয়ে থাকে ৷ পয়লা জুলাই থেকে লাগু করা হবে নতুন নিয়ম ৷

সরকার অধীনস্থ সংস্থার গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরির কর্মীদের নতুন বেতনক্রম:

গ্রুপ ডি

গ্রুপ সি