অগাস্ট ১৮, ২০১৮
সেফ ড্রাইভ সেভ লাইফঃ রোড ডিভাইডারে রিফ্লেক্টর বসাবে রাজ্য

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের হাত ধরে রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমেছে অনেকটাই। এবার পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও একটি উদ্যোগ নিল রাজ্য সরকার। রাতের বেলায় পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রোড ডিভাইডারে রিফ্লেক্টর বসানোর।
গোলপার্ক থেকে ঢাকুরিয়ার রাস্তায় এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে রাতে, বিশেষ করে বৃষ্টির রাতে, প্রায়শই গাড়িচালকরা রোডডিভাইডারের দুরত্ব নির্ধারণ করতে না পেরে, রোড ডিভাইডারে ধাক্কা মারেন। যেসব রাস্তায় রোড ডিভাইডারগুলি উচ্চতায় ছোট, সেখানে গাড়িগুলি রোড ডিভাইডারের ওপর উঠে যায়।
এবার এই নতুন রিফ্লেক্টরযুক্ত রোডডিভাইডারগুলি বৃষ্টির মধ্যেও অন্তত ৫০ ফুট দূর থেকে দেখা যাবে। এর ফলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন গাড়ি চালকরা।
রাজ্য সরকার পথ দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি, বাসচালকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে সঠিক নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য। এইসব উদ্যোগের ফলও মিলেছে হাতে নাতে। পথ দুর্ঘটনার হার কমেছে রাজ্যে।