জুলাই ৮, ২০১৯
রাজ্যে দুর্ঘটনা কমেছে ২৭%, 'সেফ ড্রাইভ সেভ লাইভ'-এর বর্ষপূর্তিতে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ২৭% দুর্ঘটনা কমেছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তিতে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সাফল্যের সঙ্গে এই প্রকল্প পালন করছে ট্র্যাফিক পুলিশ। এর ফলে কমেছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও।
আজ তৃতীয় বর্ষে পড়ল রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ’ লাইফ প্রকল্প। এই উপলক্ষে কলকাতা পুলিশের তরফে সচেতনামূলক বাইক মিছিলের আয়োজন করা হয়। তারই সূচনা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পথদুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৭% কমেছে। ২০১৬ সালের থেকে ২০১৮ সালে কলকাতায় দুর্ঘটনা কমেছে ৩৫%। আর দুর্ঘটনার কারণে শহরে মৃত্যুও অনেক কমেছে। ২০১৬ সালে দুর্ঘটনায় শহরে প্রাণ যায় ৪০৭ জনের। ২০১৮ সালে সেই সংখ্যাটা কমে হয় ২৯৪। দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও ২০.২% কমেছে বলে জানান মমতা।
তিনি বলেন, নিয়মিত নাকা চেকিং হচ্ছে। পুলিশ কারোকে হেনস্থা করবে না। কিন্তু নিজেদের জীবনের স্বার্থেই নিয়ম কানুন মেনে রাস্তায় চলতে হবে। দিনকয়েক আগে এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত কনস্টেবলের হাতে তিনি পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা তুলে দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।