সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২১, ২০১৮

তিনশো কোটির বিনিয়োগের প্রস্তাব শিলিগুড়ি সিনার্জিতে

 তিনশো কোটির বিনিয়োগের প্রস্তাব শিলিগুড়ি সিনার্জিতে

মুখ্যমন্ত্রীর নির্দেশমত শিলিগুড়িতে অনুষ্ঠিত হল সিনার্জি বৈঠক। সেই বৈঠকে ৩০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিলেন শিল্পপতিরা। রাজ্য সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বয়ন দপ্তর এবং সিআইআই-এর উদ্যোগে আয়োজিত হয় বৈঠকটি। সেখানে শিল্পস্থাপনে ইচ্ছুক বিনিয়োগকারীদের অভিজ্ঞতা, পরামর্শ ও সমস্যার শোনেন দপ্তরের বিভাগীয় সচিব।

শিলিগুড়ির মাটিগারায় সিআইআই এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বয়ন দপ্তরের তরফে এদিন আয়োজন করা হয় তৃতীয় সিনার্জি বৈঠকের। হাজির ছিলেন দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের অধিকারিকরা। সচিব জানান, এই বৈঠক থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। সব মিলিয়ে গত কয়েক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা।

বৈঠক শেষে সচিব বলেন, “কিছু ক্ষেত্রে প্রথাগত জটিলতা আছে। সেগুলো দূর করে প্রক্রিয়াটা সহজ সরল করা এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে আমরা কাজ করব।”