ফেব্রুয়ারি ১৮, ২০১৯
আগুন নেভাতে রোবট কিনছে কলকাতা পুরসভা
বিধ্বংসী আগুনের সঙ্গে লড়ছে রোবট। বিদেশ নয়, সব কিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতাতেই এই দৃশ্য দেখা যেতে পারে। এ কথা নিজেই জানিয়েছেন রাজ্য দমকলের ডিজি।
কলকাতার বিভিন্ন জনবহুল এবং ঘিঞ্জি এলাকায় প্রায়শই আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়তে হয় দমকলকর্মীদের। অগ্নি সুরক্ষা বিধি না মানা, পুরনো বহুতলে দাহ্য বস্তু ঠেসে মজুত করে রাখার কারণে দমকলকর্মীরা পৌঁছনোর আগেই অনেক সময় আগুন বিধ্বংসী আকার ধারণ করে। যার মোকাবিলা করতে গিয়ে অনেক সময় জখম হন দমকলকর্মীরাও। অনেক সময়ে আগুনের কাছাকাছি যেতেই বেগ পান তাঁরা।
এমন প্রতিকূল পরিস্থিতিতে আগুনের মোকাবিলা করার জন্যই এবারে রোবটের দ্বারস্থ হওয়ার কথা ভেবেছে দমকল দফতর। প্রাথমিক ভাবে তিন থেকে চারটি রোবট কেনা হতে পারে। দমকলের ডিজি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রস্তাব তৈরি করে তা রাজ্য সরকারের কাছে পাঠানো হচ্ছে। অর্থ বরাদ্দ হলে শীঘ্রই কেনা হতে পারে রোবট।
একই সঙ্গে আগুন নেভানোর কাজে আরও আধুনিক সরঞ্জাম আনছে দমকল দফতর। আনা হচ্ছে ফায়ার বল, ড্রোন ক্যামেরা। আগুন আরও দ্রুত নিয়ন্ত্রণে আনতে ভবিষ্যতে এগুলিই হতে পারে দমকল কর্মীদের অস্ত্র।