অগাস্ট ১১, ২০১৮
ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনের প্রচারে রোডশো রাজ্যের

Synergy State MSME Conclave (সিনার্জি স্টেট এমএসএমই কনক্লেভ) ক্ষুদ্র, মাঝারি শিল্পের সাথে যুক্ত বিনিয়োগকারী, উদ্যোগপতি ও শিল্প সংস্থাগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসে। গত কয়েক বছর ধরেই সাফল্যের সাথে রাজ্যে আয়োজিত হয়েছে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলন।
২০১৮ সালের এই সম্মেলনকে আরও সফল করতে ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তর গত ৯ই আগস্ট Bengal National Chamber of Commerce and Industry (বেঙ্গল ন্যাশানাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) তে একটি রোডশোর আয়োজন করে। জেলায় জেলায় বৈঠক ও রোডশোর আয়োজন করেছে দপ্তর।
এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ই আগস্ট। এই সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ছাড়াও এই সম্মেলনে ৫০০০এরও বেশী ক্ষুদ ও মাঝারি শিল্প সংস্থা উপস্থিত থাকবে।
এই সম্মেলনের জন্য রাজ্য সরকার পাখির চোখ করেছে ক্ষুদ্র উৎপাদন এবং গ্রামীণ উদ্যোগকে। এছাড়াও জোর দেওয়া হবে বিকল্প ব্যাংক অর্থায়ন ব্যবস্থার ওপর, যেমন আইপিও।
গত সাত বছরে বাংলায় প্রভূত উন্নতি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। রাজ্য পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিও। বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার সংখ্যা ৫২৬৯৮১৪, যা দেশের ১১.৬২ শতাংশ। উল্লেখ্য, গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে প্রদত্ত ঋনের পরিমাণ ২০১৭ সালে ছিল সর্বোচ্চ (১৫ বিলিয়ন ডলার)।