সাম্প্রতিক খবর

অগাস্ট ২০, ২০১৮

সাত বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতি বাংলায়

সাত বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতি বাংলায়

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিকাশের ক্ষেত্রে দেশের অন্যতম সেরা রাজ্য বাংলা। গত সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প আজ এই পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছে।

  • ২০১১-১৮ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে প্রদত্ত ব্যাঙ্ক ঋণের গড় পরিমাণ ছিল ২৪২৭২ কোটি টাকা, যা ২০০৪-১১ সালে ছিল ৭৩০২ কোটি টাকা।
  • ২০১৭ সালে ৩৮১টি নতুন এমএসএমই ক্লাস্টার গঠন করা হয়েছে, যেখানে ২০১১ সালে তৈরী হয়েছিল ৪৯টি।
  • শিল্পীদের জন্য গত তিন বছরে ২৭টি বিপণন কেন্দ্র তৈরী করা হয়েছে। যা ২০১১ পর্যন্ত একটিও ছিল না।
  • কর্মদিবস বেড়েছে প্রায় ১৬ গুণ। ২০১১-১২ অর্থবর্ষ ও ২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যে ৫৩৩ লক্ষ কর্মদিবস সৃষ্টি হয়েছে যা ২০১০-১১ সাল পর্যন্ত ছিল ৩৩.১৮ লক্ষ।
  • ২০১১-১৮ সালে গড়ে প্রতি বছর ২৮০০৮ টি সংস্থা নথিভুক্ত হয়েছে। সেখানে ২০০৪-১১ সালের এই সংখ্যাটি ছিল ১২১৯২।
  • রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দপ্তরটি সফলতার সঙ্গে কাজ করে চলেছে, পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিও।
  • বাংলায় নথিভুক্ত ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যা ৫২.৭ লক্ষ। যা ২০১৬-১৭ সালের নিরিখে ১১.৬২ শতাংশ, দেশের মধ্যে সর্বোচ্চ। ২০১৬-১৭ অর্থবর্ষে এমএসএমই ক্ষেত্রে দেওয়া ঋণের পরিমাণ ৫৮৫১ কোটি টাকা।