সাম্প্রতিক খবর

অগাস্ট ১৯, ২০১৮

১০০০ কোটি টাকা লগ্নি করে এই রাজ্যে ডাটা সেন্টার তৈরী করবে জিও

১০০০ কোটি টাকা লগ্নি করে এই রাজ্যে ডাটা সেন্টার তৈরী করবে জিও

১০০০ কোটি টাকা বিনিয়োগ করে কলকাতায় বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে রিলায়েন্স জিও। নিউ টাউনে ১০০ একর জায়গার উপরে নতুন আইটি হাবে এই প্রকল্প শুরু করবে মুকেশ আম্বানির কোম্পানি। গত ১৩ই আগস্ট এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার সিলিকন ভ্যালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই কথা জানিয়েছেন তিনি। এই প্রজেক্টের সাথে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন ইতিমধ্যেই এই ডাটা সেন্টার শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে রিলায়েন্স জিও। নিউ টাউনে নতুন এই আইটি হাবে জিওকে ৪০ একর জমি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই জমিতেই বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করবে রিলায়েন্স।

অনুষ্ঠানে উপস্থিত জিওর পূর্ব ভারতের প্রধান তরুন ঝুনঝুনওয়ালা জানিয়েছেন, “নতুন এই ডাটা সেন্টার জিওর বাংলার প্রতি বিশ্বাসকে প্রমান করে। মূখ্যমন্ত্রীর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যথা সম্ভব সাহাজ্য করবে জিও।”

গত জানিয়ারিতে মুকেশ আম্বানি জানিয়েছিলেন এই রাজ্যে টেলিকম বাজারে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জিও। এর সাথে বাংলায় তেল ব্যবসাতেও লগ্নির কথা জানিয়েছিলেন তিনি।

এবার নিউ টাউনে নতুন এই ডাটা সেন্টার নিঃসন্দেহে সরকারের মুখে হাসি ফোটাবে। এর সাথেই অন্য বড় কোম্পানিগুলিকেও এই রাজ্যে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিতে ভাবারে রিলায়েন্সের নতুন এই প্রজেক্ট।