সাম্প্রতিক খবর

অগাস্ট ২৯, ২০১৮

নোটবন্দি নিয়ে আমাদের আশঙ্কাই সত্যি হল: মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবন্দি নিয়ে আমাদের আশঙ্কাই সত্যি হল: মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৬ সালের ৮ই নভেম্বর ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের সেই ঘটনার ২১ মাস পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) পেশ করা চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্র বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল।

আজ আরবিআই জানিয়েছে, নোটবন্দির সময় বাতিল করা ১০০০ এবং ৫০০ টাকার নোটের ৯৯.০৩ শতাংশই পুনরায় ফিরে এসেছে। অর্থাৎ, ওই পরিমাণ টাকা ফের ব্যাঙ্কে জমা পড়ে গিয়েছে। আরবিআইয়ের পরিসংখ্যান বলছে, বাতিল হিসাবে গণ্য করা ১০০০ এবং ৫০০ টাকার মাত্র ১০,৭২০ কোটি টাকা জমা ফিরে আসেনি ব্যাঙ্কের ভাণ্ডারে।

আরবিআইয়ের রিপোর্ট আরও স্পষ্ট করে বলছে, ২০১৬ সালে ৮ নভেম্বর বাজারে ছিল ১৫.৪১ লক্ষ কোটি টাকার ১০০০ এবং ৫০০ টাকার নোট। কিন্তু সেই নোট বাতিলের পর ১৫.৩১ লক্ষ কোটি টাকা ফের সিস্টেমে ফিরে এসেছে।

অরিবিয়াইয়ের এই রিপোর্ট জনসমক্ষে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন যে তাঁর আশঙ্কাই সত্যি হল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট:

৮ই নভেম্বর, ২০১৬তে নোটবন্দির ঘোষণা হওয়ার সাথে সাথেই আমার মনে হয় যে এটি একটি জনবিরোধী সিদ্ধান্ত। আমার আশঙ্কা ছিল এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হবেন দেশের সাধারণ মানুষ, কৃষক, অসংগঠিত ক্ষেত্র, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অক্লান্ত পরিশ্রমী মধ্যবিত্ত শ্রেণীর মানুষ।

আজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০১৭-১৮ সালের বার্ষিক রিপোর্টে আমাদের আশঙ্কাই সত্যি হয়েছে।

৯৯.৩% টাকা ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে।

আমার প্রথম প্রশ্ন হল, কালো টাকা তবে গেল কোথায়?

আমার দ্বিতীয় প্রশ্ন – কয়েকজন কালো টাকার মালিককে তাদের কালো টাকা সাদা করার সুযোগ করে দিতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়?

দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক!!!