সাম্প্রতিক খবর

অগাস্ট ২১, ২০১৮

রাখি তৈরী করে স্বয়ম্ভর মহিলারা

রাখি তৈরী করে স্বয়ম্ভর মহিলারা

এবার ভারতকে সংহতির সুতোয় বাঁধবে কালনার রাখি। কালনা মহকুমা জুড়ে হাজারের ওপর মহিলা রাতদিন এক করে তৈরী করছেন রাখি।

এমনিতেই কালনার রাখির সুনাম ও চাহিদা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিদেশেও পৌঁছেছে। ২০১৭ সালে রাজ্য সরকারের যুব কল্যাণ দপ্তরের বিশ্ববাংলা রাখি কালনার রাখি-শিল্পীদেরই তৈরী। সরকারি স্বীকৃতি মেলায় এবছর চাহিদা গতবছরের তুলনায় দ্বিগুণ।

২০১৬ সালে রাজ্য সরকারের সহায়তায় কালনা শহরের শ্যামগঞ্জপাড়ায় কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি রাখি তৈরীর কারখানা গড়ে ওঠে। এখানকার কারিগরদের ক্লাস্টারের মাধ্যমে রাখি তৈরীর আধুনিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলাই ছিল লক্ষ্য। এই কারখানায় রাখি তৈরীর কাজে সব মিলিয়ে ৪০০ জন প্রশিক্ষিত শিল্পী রয়েছেন। বিশ্ব বাংলার রাখি এখানকার শিল্পীদেরই তৈরী।

মূলত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যেই সংস্থাটি তৈরী হয়েছে।