সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২৭, ২০১৮

পর্যটন দপ্তরের প্রচারে অভিনবত্বের ছোঁয়া

পর্যটন দপ্তরের প্রচারে অভিনবত্বের ছোঁয়া

বাংলাকে বিশ্বের দরবারে এক অনন্য পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে নানা প্রচারমূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য পর্যটন দপ্তর। চিরাচরিত গন্ডির বাইরে গিয়ে এই প্রচারে লেগেছে অভিনবত্বের ছোঁয়া। দেখে নিন এক নজরে:

প্রচার

ওয়েবসাইটগুলির পুনর্নির্মাণ

দপ্তরের ওয়েবসাইটকে নতুনভাবে তৈরী করা হয়েছে। ওয়েবসাইটে আগত কেউ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র, পর্যটন নীতি, হোমস্টে, টেন্ডার ইত্যাদি সম্বন্ধে যাবতীয় তথ্য পাবেন। দুর্গা পুজোর প্রচারে আরেকটি পৃথক ওয়েবসাইট ও অ্যাপ তৈরী করেছে এই দপ্তর।

৩৬০ ডিগ্রী কর্মসূচী

ডিজিটাল মাধ্যম, ইলেক্ট্রনিক মাধ্যম, আন্ড্রয়েড, প্রিন্ট মাধ্যম এবং আউটডোর হোর্ডিং, ব্র্যান্ডিংএর মাধ্যমে দেশে ও বিদেশে ৩৬০ ডিগ্রী প্রচার চালানো হচ্ছে।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার পর্যটনের সম্ভাবনা তুলে ধরা

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গত কয়েক বছর ধরে বাংলার পর্যটনের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

ডেস্টিনেশন ইস্ট

বিদেশী ট্যুর অপারেটরদের কাছে বাংলাকে তুলে ধরতে জন্য ডেস্টিনেশন ইস্ট কর্মসুচী শুরু হয়েছে।

দার্জিলিঙে হিল বাণিজ্য সম্মেলন

পাহাড়ে পর্যটন কেন্দ্রিক বিনিয়োগ টানতে দার্জিলিঙে হিল বাণিজ্য সম্মেলন আয়োজিত করা হয়েছে।

অতিথিবন্ধু

দেশী, বিদেশী পর্যটক ও অতিথিদের সুবিধার্থে ‘অতিথিবন্ধু’ পরিষেবা শুরু করা হয়েছে।

ইলেক্ট্রনিক মাধ্যম এবং এফএমএর মাধ্যমে প্রচার

বিবিসি, ডিসকভারি, সিএনএন আইবিএন, ইউরো নিউজের মত আন্তর্জাতিক চ্যানেল; এনডিটিভি, আজ তক, টিভি টুডে, ইন্ডিয়া টিভি, হেডলাইন্স টুডের মত জাতীয় চ্যানেলে বাংলার পর্যটনের প্রচার করা হয়।

আঞ্চলিক চ্যানেল – যেমন ২৪ঘণ্টা, জি বাংলা, ইটিভি, স্টার জলসা, তারা টিভি, কলকাতা টিভি, সঙ্গীত বাংলা, মনোরমা টিভিতে বাংলার পর্যটনের প্রচার করা হয়।

রেডিও মির্চি, বিগ এফএম, রেড এফএম, রেডিও ওয়ান, রেডিও সিটি, ফ্রেন্ডস এফএম, ওয়ে, আমার এফএম, মন্ত্র, মাই এফএম আঞ্চলিক ও জাতীয় স্তরের এফএম চ্যানেলগুলিতে বাংলার পর্যটনের প্রচার করা হয়।

প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার

ট্রাভেল + লেইসার, ইন্ডিয়া টুডে, লোনলি প্ল্যানেট, ডিসকভার ইন্ডিয়া, ন্যাশানাল জিওগ্রাফিক, কোলকাতা অন হুইলস, উইন্ডোস অন ট্র্যাভেল, ট্র্যাভেল ছুটি, লং জার্নি, ট্যুরিওসিটি, বন্যপ্রান, আউটলুক ট্র্যাভেলার, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পর্যটনের প্রচার করা হয়।

অন্যান্য প্রচার মাধ্যম

সিএসটিসি বাসের টিকিট, ডিজিটাল রাস্তার মোড়ে এলইডি ডিসপ্লে বোর্ড, সুভেনিয়ার, কাপ, কোস্টার, কোলকাতা বিমানবন্দরে হোর্ডিং ও দিল্লীর বাস গুমটি, মেট্রো ও বিমানবন্দরে হোর্ডিং এর মাধ্যমে বাংলার পর্যটনের প্রচার করা হয়।

মেলা ও উৎসবে অংশগ্রহণ

বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান – যেমন আইটিবি বার্লিন, আইটিবি এশিয়া, ডবলুটিএম, লন্ডন ফিটুর, আমেরিকার সান ফ্রান্সিসকো এবং সিয়াটেলে রোড শো, ঢাকার বাংলাদেশ ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুরে রোড শোতে অংশগ্রহণ করেছে দপ্তরের প্রতিনিধিরা।

জাতীয় ইভেন্ট যেমন দিল্লী, মুম্বই, পুনে, আহমেদাবাদের টিটিএফ, ট্র্যাভেল ইন্ডিয়া সামিট, ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ট্রেড ফেয়ার, নতুন দিল্লী, দার্জিলিঙের টি অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল, বেঙ্গল লিডস, কলকাতা, ট্র্যাভেল ইস্ট, ট্র্যাভেল ইন্ডিয়া, ইন্টারন্যাশানাল বুদ্ধিস্ট কনক্লেভ, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়াদ্রাবাদ ও কোচিতে ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ট্র্যাভেল মার্ট, আইএটিও অ্যানুয়াল কনভেনশন শ্যুট অ্যাট সাইট, ইন্ডিয়া ট্র্যাভেল মার্ট, হলিডে এক্সপো, মুম্বইয়ে আইআইটিটিই, মুম্বই ও দিল্লীর এসএটিটিই, কোলকাতা ও ভুববেশ্বরের ইন্ডিয়া ইন্টারন্যাশানাল মেগা ট্রেড ফেয়ার, গুয়াহাটি ও শিলঙের আইটিএম (কেন্দ্রীয় সরকার), ডেসটিনেশন ইস্ট।

ফুরফুরা শরীফের ইসালে সয়াব উৎসব, ডুয়ার্স উৎসব, প্রগতি উৎসব, শিলিগুড়ির নর্থ বেঙ্গল কনক্লেভ ক্রস বর্ডার কনভেনশন, হায়াদ্রাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, লখনৌতে রোড শোয়ের আয়োজন করা হয়েছে।

অন্যান্য

বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। স্বাধিনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে ট্যাবোলো দেওয়া হয়েছে। রাজ্যের পর্যটন কেন্দ্রের ওপর নতুন পুস্তিকা তৈরী করা হয়েছে।