সেপ্টেম্বর ১, ২০২১
'প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন', পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে টুইট মুখ্যমন্ত্রী

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ।
মোদী সরকারকে নিশানা করে তাঁর টুইট, ‘বিজেপি সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক, ক্ষমার অযোগ্য। একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছে কেন্দ্র।’
কেন্দ্রের উদ্দেশে ক্ষোভ উগরে মমতা লিখেছেন,’অবিশ্বাস্য ভাবে দাম বাড়ানো হচ্ছে পেট্রোল, ডিজেলের সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস, রান্নার তেলের। এর ফলে ভুগতে হচ্ছে জনসাধারণকে। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মানুষের।’
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘এটা অমার্জনীয় এবং মেনে নেওয়া যায় না৷ প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ, দয়া করে সাধারণ মানুষের উদ্বেগের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে তৎপর হোন এবং অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহার করুন৷’