সেপ্টেম্বর ১০, ২০১৮
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৯ এর প্রস্তুতি সভা

গত ২৭শে আগস্ট বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৯ এর জন্য প্রস্তুতি সভা আয়োজিত হয়। ২০১৯ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি।
নবান্ন সভাঘরে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৯ এর জন্য দেশে, বিদেশে কোথায় কোথায় রোড শো করা হবে, তা নিয়ে আলোচনা হয়। বাণিজ্য দপ্তরের এক আধিকারিক জানান, এরকম আরও বৈঠক অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে এই সম্মেলন শুরু হয়। এবং ২০১৭ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হত মিলন মেলা প্রাঙ্গনে। ২০১৮ তে প্রথম বার এই সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। ২০১৯ সালেও সেখানেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বহু দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি আসেন এখানে। ২০১৮ সালের সম্মেলনে উপস্থিত ছিলেন ৩২টি দেশের প্রতিনিধি। জাপান, জার্মানি, ইটালি, পোল্যান্ড, রিপাবলিক অফ কোরিয়া, ফ্রান্স, চেক রিপাবলিক, ইউনাইটেড কিংডম, আরব সকলেই অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করে। ইউরোপ, আমেরিকা মহাদেশ এবং এশিয়ার অন্য অনেক দেশও এই সম্মেলনে উপস্থিত ছিল।