সেপ্টেম্বর ৩, ২০১৮
বাংলায় বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে প্রাণ গোষ্ঠী

বাংলায় বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে প্রাণ। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এই ব্র্যান্ডটি ইতিমধ্যে ভারতীয় উপভোক্তাদেরও আকর্ষণ করতে অনেকটাই সফল। তাই বাংলায় তাঁরা নিজেদের উৎপাদন ও ব্যবসার পরিধি বাড়াতে চায়।
কল্যাণীতে ইতিমধ্যেই প্রাণের একটি কারখানা রয়েছে। কিন্তু কলকাতার উপকণ্ঠে তাঁরা বেশ বড় ধরনের কারখানা করার উদ্যোগ নিচ্ছে এবার।
লিচুর পানীয় দিয়ে শুরু। তারপর বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বাংলার বাজারে নিয়ে এসেছে প্রাণ। এই প্রাণ-এর ব্র্যান্ডেই কল্যাণীতে তৈরি হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স আইটেম। কল্যাণীতে ভাড়া নেওয়া জমিতে ছোট প্ল্যান্টটিতে বর্তমানে ১০০ লোক সরাসরি চাকরি করছেন। কিন্তু কলকাতার উপকণ্ঠে তাঁদের পরিকল্পনা অনুযায়ী কারখানা গড়ে উঠলে ১ হাজার ছেলেমেয়ের চাকরি হবে। এর জন্য তাঁরা প্রাথমিক পর্যায়েই ১০০ কোটি টাকা বিনিয়োগ ধরেছেন।
প্রস্তাবিত কারখানাটিতে স্ন্যাক্স আইটেমের পাশাপাশি থাকবে পানীয়, জ্যাম-জেলি-আচার, ফলের রস, বিভিন্ন ধরনের মশলা, ভোজ্য তেল প্রভৃতি।