সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৬, ২০১৮

পুজোয় চাহিদা মেটাতে তৈরি দপ্তর: বিদ্যুৎ মন্ত্রী

পুজোয় চাহিদা মেটাতে তৈরি দপ্তর: বিদ্যুৎ মন্ত্রী

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবের মরসুম শুরু হতে বেশি দিন বাকি নেই। দুর্গা পুজো মানে যেমন নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, তেমনি, রঙ বেরঙের আলোয় সেজে ওঠে বাংলা। হিসেব বলছে, রাজ্য জুড়ে প্রয়োজন ৮৮৫০ মেগাওয়াট। অতিরিক্ত আরও ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ রিজার্ভ বেঞ্চে রেখে পুজোর সময় বিদ্যুতের চাহিদা মেটানোর ব্যাপারে আশাবাদী রাজ্য বিদ্যুৎ দপ্তর।

গত ২৫শে আগস্ট ডব্লিউবিএসইডিসিএল, সিইএসসি, ডিভিসি, এনটিপিসি, আইপিসিএল-সহ উৎপাদনকারী ও বণ্টনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ ভবনে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, পরিষেবার সঙ্গে সকল সংস্থার প্রতিনিধিরা জানান, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া তাঁরা শুরু করেছেন।

তিনি আরও বলেন, ‘‘তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত বিদ্যুতের যা চাহিদা থাকবে তা পূরণের ব্যাপারে আমরা আশাবাদী। পুজোর সময়ে মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত সবক’টি সংস্থা প্রস্তুত থাকছে।’’

ষষ্ঠীর দিন চাহিদা সব চেয়ে বেশি থাকে বলে জানান তিনি।