জুলাই ৩১, ২০১৯
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থার মদতে দেশের ভবিষ্যৎ নষ্ট করা উচিত নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যাফে কফি ডের প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফেসবুকে তিনি একটি পোস্ট করে তাঁর প্রতিক্রিয়া জানান।
তাঁর ফেসবুক পোস্ট:
ক্যাফে কফি ডের প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থের দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক।
ওনার সুইসাইড নোট থেকে জানা গেছে, তাঁকে বিভিন্ন সংস্থার মাধ্যমে চরম হেনস্থা করা হচ্ছিল যার জন্য তিনি শান্তিতে তাঁর ব্যবসা চালাতে পারছিলেন না। এটাই তিনি আর নিতে পারলেন না।
আমি বিভিন্ন সংস্থা থেকে জেনেছি দেশের বিভিন্ন শিল্পপতিরা খুব চাপে আছেন। অনেকে ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছেন এবং বাকিরা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে সমস্ত বিরোধী দলকে। পাশাপাশি চলছে ঘোড়া কেনাবেচা।
একদিকে, ২০১৮-১৯ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি মাত্র ৫.৮%, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার সরকারি সম্পত্তির বিলগ্নীকরণ করছে – অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া থেকে রেল, চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে দুর্গাপুরের অ্যালয় ষ্টীল প্ল্যান্ট এছাড়া আরও ৪৫টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নীকরণ করছে সরকার।
দেশের অর্থনৈতিক অবস্থা চরম সঙ্কটের মুখে এবং সমগ্র দেশবাসী দুর্দশাগ্রস্ত।
শিল্প, কৃষি এবং কর্মসংস্থান আমাদের দেশের ভবিষ্যৎ। শিল্প ক্ষতিগ্রস্ত হলে, কর্মসংস্থান ও অর্থনৈতিক ও বৃদ্ধি হবে না। এর ফলে আরও বেশী মানুষ কর্মহীন হয়ে পড়বে।
আমার সরকারের কাছে আবেদন, যখন আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা শান্তি বজায় রেখে কাজ করুন। মানুষ যাতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং রাজনৈতিক প্রতিহিংসা ও কেন্দ্রীয় সংস্থা যাতে দেশের ভবিষ্যতের ক্ষতি না করে সেদিকে নজর রাখুন।
আমি ভি জি সিদ্ধার্থের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাই। এই খবর শুনে আমি শোকস্তব্ধ।
আমার মনে হল নিজের মতামত আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত।
I am deeply shocked by the incident relating to V G Siddhartha, Cafe Coffee Day founder. It is indeed very sad and very…
Mamata Banerjee यांनी वर पोस्ट केले बुधवार, ३१ जुलै, २०१९