Latest News

September 12, 2017

Partha Chatterjee hits back at National President of BJP

Partha Chatterjee hits back at National President of BJP

The Secretary General of Trinamool Congress, Partha Chatterjee, addressed a press conference today. He hit back at the National President of BJP.

Here are 10 things he said:

  1. Those who are advising the BJP National President do not know the history or geography of Bengal. Or else they would have informed him that Bengal has won the Krishi Karman for agriculture five times in a row.
  2. They would have told him that United Nations has awarded the first prize to Bengal’s Kanyashree Scheme. Bengal is number one in building roads. We are number one in education. Bengal is leading among States in the MSME sector. They are jealous of Bengal. That is why Mamata Banerjee is being targeted.
  3. Demonetisation was a monumental scam. We have seen how BJP purchased land ahead of demonetisation. Those who are immersed neck-deep in corruption are saying there are no charges of corruption against them.
  4. Who were the architects of the Gujarat riots? Why was there so much polarisation in UP during elections? They are giving swords to children. How can this be the political agenda of any party?
  5. (During the Left Front rule) How many rallies had the BJP organised against the step-motherly treatment by the Centre towards Bengal? The BJP did not fight during the Singur and Nandigram movements. Where were they when a mute girl was raped? Do they have any history of struggle in Bengal?
  6. Every time during elections, the BJP carries out political vendetta. TMC leaders are arrested by central agencies. These intimidation tactics won’t work. We are accountable to the people of Bengal. They will decide the course of action for the future.
  7. The people of Bengal have elected Mamata Banerjee to office for a second time. From demonetisation to the hurried implementation of GST or the land movement — she has always fought for the people’s cause.
  8. The Centre helped Assam and Bihar during floods, but not Bengal. The State Government, under supervision and guidance of the Chief Minister, carried out relief measures; the Centre did not offer any help. The Centre has also stopped funds for several schemes.
  9. It is easy to sit behind closed doors and give advice about polarisation and violence. He is giving lectures on icons of Bengal. They have put Deen Dayal on the same pedestal as Swami Vivekananda.
  10. My advice to Mr Shah would be to learn about Bengal first.

 

 

বিজেপির বাংলার ইতিহাস, ভূগোল, অঙ্ক কোনটাই জানে না: পার্থ চট্টোপাধ্যায়

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে কটাক্ষ করেন।

১. বিজেপির সর্ব ভারতীয় সভাপতিকে যারা বোঝাচ্ছে, তারা বাংলার ইতিহাস, ভূগোল, অঙ্ক কোনটাই জানে না। কৃষি ক্ষেত্রে বাংলা ৫ বার শ্রেষ্ঠ পুরস্কার ‘কৃষি কর্মণ’ পেয়েছে।

২. আমরা কন্যাশ্রীতে বিশ্বজয় করেছি। আমরা ১০০ দিনের কাজে, রাস্তাঘাট উন্নয়নে বাংলা প্রথম সারিতে আছে। আমরা শিক্ষায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা প্রথম। এই ‘প্রথম’ কথাটা ওদের ভালো লাগছে না। তাই ওরা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মা-মাটি- মানুষের সরকারকে আক্রমণ করছেন।

৩. নোটবাতিল সবচেয়ে বড় দুর্নীতি। নোটবাতিলের সময় বিজেপি রাজ্য স্তরে টাকা জমিয়ে বিভিন্ন রাজ্যে স্থায়ী জমি কিনেছে। তারা আজ বলছে বিজেপির বিরুদ্ধে কি কোন দুর্নীতির অভিযোগ আছে? যাদের ডান ও বাম পাশ দুর্নীতিতে ভরা তারা বলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই।

৪. রাজনৈতিক সন্ত্রাসের কথা বলতে গেলে বলতে হয় উত্তরপ্রদেশে নির্বাচনের আগে এত হিংসা ছড়িয়েছিল কারা? গুজরাত দাঙ্গার নায়ক কারা? বাচ্চাদের হাতে তরোয়াল তুলে দিচ্ছেন। এটা কি কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে?

৫. পশ্চিমবঙ্গের ভালোর জন্য, জনস্বার্থে বিজেপি কটা মিছিল করেছে? কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলিভ আচরণের বিরুদ্ধে বিজেপি কটা মিছিল করেছে? বিজেপি সিপিএমর ৩৪ বছরের অত্যাচার দেখেনি। ওদের সিঙ্গুর, নন্দীগ্রাম দেখতে হয়নি। বোবা মেয়ের ধর্ষণ দেখতে হয়নি। ওদের বাংলায় সংগ্রামের কোন ইতিহাস আছে?

৬. যারা রাজনৈতিকভাবে পেরে না উঠে তৃণমূল সাংসদদের, মন্ত্রীদের, নেতা নেত্রীদের বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করে তাঁরা ভয় ভীতি প্রদর্শন করছেন। বছরের পর বছর ধরে যখনই নির্বাচন আসে তখনই তারা সেই তাসটা বের করার চেষ্টা করেন। পরিষ্কার বলছি, আমরা শুধু ভয় পাই বাংলার মানুষকে, মানুষই ঠিক করে দেয় আগামী পথ কি হবে।
৭. মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানুষের জন্য সংগ্রাম করে উঠেছেন, বারবার মৃত্যুর মুখে পড়েও জনতার আশীর্বাদ ও দোয়াতে তিনি এবার ফিরে এসেছেন, মানুষের পাশেই দাঁড়িয়েছেন। তা সে নোট বাতিলই হোক বা পরিকল্পনা ছাড়াই জিএসটি প্রয়োগই হোক, বা জমি আন্দোলনই হোক – প্রতিটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

৮. এই যে কদিন আগে বন্যা হয়ে গেল, কেন্দ্রীয় সরকার তার সাহায্যের হাত বাড়ালো আসামে, বিহারে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একলা পরিশ্রম করে সকলকে সঙ্গে নিয়ে আর্থিক অনটনের মধ্যে দিয়েও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেন বন্যার জন্য কোনও বরাদ্দ পেল না পশ্চিমবঙ্গ? আপনারা তো প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যে পশ্চিমবঙ্গে ত্রাণ দেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প তো এমনই বন্ধ হয়ে যাচ্ছে, এমনই টাকা আদ্ধেক হয়ে যাচ্ছে। কেন অর্ধেক হয়ে গেল ৪৯টি প্রকল্পর টাকা?

৯. বন্ধ দরজার মধ্য থেকে সংগঠন চালানোর চেষ্টা আপনারা করছেন, সমাজের বিভাজনের রাজনীতি আপনারা করছেন। লোককে মারবার পরামর্শ দিচ্ছেন। ডেকে নিয়ে গিয়ে ছাত্রদের বলছে বিবেকানন্দ ও দিনদয়াল এক আসনে বসবে। এখানে এসে বলছে বিবেকানন্দর বাংলা রবীন্দ্রনাথের বাংলা।

১০. তাই অমিত শাহকে বলছি, আগে বাংলা সম্বন্ধে জানুন, শিখুন। পার্টি ও সরকার যে আলাদা সেটার শিক্ষা হয়নি।