সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১০, ২০২১

‘তিন কোটিরও বেশি মানুষ এসেছেন 'দুয়ারে সরকার' প্রকল্পে

‘তিন কোটিরও বেশি মানুষ এসেছেন 'দুয়ারে সরকার' প্রকল্পে

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’. আর এই শিবিরের সাফল্য নিয়ে আজ টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১৬ অগস্ট থেকে এখনও পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে নানা প্রকল্পের সুবিধা নিয়েছেন বলে টুইটে উল্লেখ করেছেন তিনি। আর এই কাজের জন্য রাজ্য সরকারি আধিকারিকদের জানিয়েছেন শুভেচ্ছাও।

তিনি লেখেন, ‘‌১৬ অগস্ট থেকে ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসেছেন। আমি অত্যন্ত খুশি। এই উদ্যোগকে সফল করার জন্য রাজ্য সরকারের সমস্ত কর্মী–আধিকারিকদের শুভেচ্ছা জানাই। বাংলার মানুষকেও জানাই ধন্যবাদ। কারণ, তাঁরা ক্যাম্পে এসে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন।’‌

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথমবার শুরু হয় এই প্রকল্প। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, জয় জোহার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় এই শিবিরে।

শিবিরের প্রথম দফায় সবথেকে বেশি চর্চিত প্রকল্প ছিল স্বাস্থসাথী কার্ড। এই বছর আগস্ট মাসে শুরু হওয়া শিবিরের দ্বিতীয় দফায় স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে সঙ্গে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার ব্যাপারে জনগণের উৎসাহ লক্ষণীয়। এখনো অবধি প্রায় ২ কোটি মানুষ লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বলে জানা গেছে।