Latest News

November 23, 2016

Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Opposition parties stage dharna outside Parliament to protest against demonetisation

Members of Parliament belonging to the Opposition Parties, including MPs from Trinamool Congress, today staged a dharna near the Gandhi statue outside Parliament. Around 200 MPs from different Opposition Parties were present.

“Not a surgical strike, but carpet bombing on people”, “Stop the persecution of common people” and “Save poor people”, were some of the slogans on the placards held by the leaders.

Demanding relief for common people who are suffering due to demonetisation, Opposition Parties formed a human chain.

Bengal Chief Minister Mamata Banerjee has appealed to other opposition parties to register their protest on the roads. She has said that Trinamool will support any movement against the draconian decision of demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে একজোট বিরোধী শিবির, ধর্ণা সংসদের বাইরে

তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা আজ সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে আজ নোট বাতিল ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। আনুমানিক ২০০ জনেরও সাংসদ এই ধর্নায় অংশগ্রহণ করেন।

“নট এ সার্জিকাল স্ট্রাইক, বাট কার্পেট বম্বিং ও পিপল”, “স্টপ দা পারসিকউশন অফ কমন পিপল” ও “সেভ কমন পিপল” সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে ছিলেন সাংসদরা। নোট বাতিলের ফলে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা থেকে স্বস্তি চেয়ে বিরোধী নেতারা একটি মানববন্ধন তৈরী করেন।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিরোধী দলকে আর্জি জানিয়েছেন, এই ইস্যুতে প্রতিবাদ করতে। তিনি আশ্বাস দিয়েছেন এই নোট বাতিলের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদকে তাঁর দল তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।