অগাস্ট ২৭, ২০১৮
পুজোর আগেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন

পুজোর আগেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। রাজ্যের প্রত্যেকটি আরটিও (Regional Transport Office) এবং এআরটিও (Assistant Regional Transport Office) গুলিতে এই পরিষেবা চালু করবে রাজ্য পরিবহন দপ্তর।
এই মুহূর্তে রাজ্যের ৫০টি অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীৰ্ণ হতে পারলে এই অফিসগুলি থেকে মেলে ড্রাইভিং লাইসেন্স। এই ৫০টি অফিসের মধ্যে ২৮টিতে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পরিষেবা প্রদান করা হয়। আরেকটি এআরটিও অফিস খোলা হচ্ছে কাটোয়াতে।
পুজোর আগেই রাজ্য পরিবহন দপ্তর এই ৫১টি অফিসেই অনলাইন আবেদনের পরিষেবা চালু করবে।