সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২০, ২০১৮

প্রকাশিত হল ২০১৮-র পুজো পরিক্রমা গাইড

প্রকাশিত হল ২০১৮-র পুজো পরিক্রমা গাইড

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। যুদ্ধকালীন তৎপরতায় তাই এই উৎসবের মরসুমকে জনসাধারণের জন্য স্মরণীয় করে তুলতে কাজ করছে রাজ্য সরকার।

গত ১৮ই সেপ্টেম্বর ২০১৮ সালের পুজো পরিক্রমা গাইড এর শুভ উদ্বোধন করা হল পরিবহন দপ্তরের পক্ষ থেকে। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী।

পুজো পরিক্রমা গাইড সম্বন্ধে বিস্তারিত জানতে লগ ইন করুন http://www.wbtc.co.in, www.sbstc.co.in এবং অনলাইন টিকিট বুকিং এর জন্যে লগ ইন করুন http://online.sbstcbooking.co.in

রাজ্য পরিবহন নিগম পুজো পরিক্রমার জন্য ৮টি প্যাকেজের পসরা নিয়ে এসেছে: বনেদি বাড়ির পুজো পরিক্রমা, কলকাতা ও শহরতলীর পুজো পরিক্রমা, লাক্সারি বাসে কলকাতার পুজো পরিক্রমা, পুজোর সময় জয়রামবাটি ও কামারপুকুর সফর। এছাড়াও ভেসেলে করে উত্তর কলকাতার মণ্ডপ ভ্রমণের সুবিধাও থাকছে। হুগলীতে ভেসেলে চড়ে বিসর্জন দেখার ব্যবস্থাও করা হয়েছে।

এসি ট্রামে চেপে পুজো পরিক্রমার ব্যবস্থা করছে পরিবহন দপ্তর। মূলত উত্তর কলকাতার পুজো দেখা যাবে ট্রামে। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তমী ও নবমীতে। এবছর একটি নতুন পরিষেবা চালু করছে রাজ্য সরকার। এক টিকিটেই বাস, ট্রাম, ভেসেলে যাতায়াত করা যাবে সারাদিন। এই টিকিটের মূল্য ১০০ টাকা।

পাশাপাশি, এসবিএসটিসির তরফে বাসে চেপে দক্ষিণবঙ্গের বিখ্যাত পুজোগুলি দেখার সুযোগ থাকছে। এনবিএসটিসির তরফে কুচবিহার, জলপাইগুড়ি, মালদার পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে।