সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৪, ২০১৮

কার্শিয়ঙের রাজরাজেশ্বরী হলের পুনর্নির্মাণ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

কার্শিয়ঙের রাজরাজেশ্বরী হলের পুনর্নির্মাণ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

কার্শিয়ঙের রাজরাজেশ্বরী হলের পুনর্নির্মাণ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ২০১৭ সালে যখন পাহাড় অশান্ত হয়েছিল, তখন এই হেরিটেজ হলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কার্শিয়ঙের বাঙালি অ্যাসোসিয়েশনের এই রাজরাজেশ্বরী হলের ইতিহাস খুব সমৃদ্ধ। রায়বাহাদুর শশী ভূষণ দে কার্শিয়ঙে থাকাকালীন একটি আদর্শ স্বাস্থ্য নিবাস খোলেন যক্ষ্মা রোগীদের জন্য। তাঁর ছেলে মারা গেছিল যক্ষ্মায়। সেই মৃত ছেলের স্মৃতিতেই এই স্বাস্থ্য নিবাস খোলেন তিনি।

স্থানীয় বাঙালিরা তাঁকে অনুরোধ করেন বাঙালি অ্যাসোসিয়েশনের মিলিত হওয়ার জন্য কার্শিয়ঙে একটি সভাঘর নির্মাণের পৃষ্ঠপোষকতা করতে। পরোপকারী দে বাবু এই আদর্শ স্বাস্থ্য নিবাসের ঠিক নীচে ১৯৩০ সালে তাঁর স্ত্রীর নামে এই রাজরাজেশ্বরী হলের নির্মাণ করেন।

রাজরাজেশ্বরী হলের পুনর্নির্মাণ ছাড়াও, কার্শিয়ঙে সুভাষ ঘিসিং এর নামাঙ্কিত একটি কমিউনিটি হলও নির্মাণ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।