অগাস্ট ৬, ২০১৮
কলকাতায় নতুন রাতবাজার

কলকাতা মানেই অভিনবত্বে ভরপুর কিছু। তিলোত্তমার বুকে সব কিছুই সম্ভব| কলকাতার সৌন্দর্যায়ন থেকে বিভিন্ন ধরনের বাজার সবটাই নজর কাড়ে আমাদের| ইতিমধ্যেই গত ফেব্রুয়ারী মাসে পাটুলি ঝিলে তৈরী হয়েছে ভাসমান বাজার| এবার আসছে কলকাতায় এক নতুনত্বে ভরপুর বাজার, রাতবাজার| ১৪ই আগস্ট উদ্বোধন হবে এই বাজারের।
কিরকম হবে এই প্রয়াস? এই বাজার খোলা থাকবে রাতভর| নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিস মিলবে এই বাজারে| রোজের দরকারী সামগ্রী,খাবারদাবারই শুধু নয় মিলবে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের তৈরী নজরকাড়া জিনিসও| কলকাতার বুকে অভিষিক্তা মোড়ের কাছ থেকে কালিকাপুর পর্যন্ত হবে এই রাত বাজার|
বাজার খোলার পর থেকে পরপর চারদিন অর্থাৎ ১৪ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বাজার চলবে গভীর রাত পর্যন্ত সঙ্গে আয়োজন করা হয়েছে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের| তারপর থেকে সপ্তাহে দুইদিন শুক্র ও শনিবার সন্ধ্যে থেকে বাজার চলবে রাত ৩টে পর্যন্ত|
দৈনিক সমস্ত দরকারি সামগ্রী ছাড়াও মিলবে কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে বিষ্ণুপুরের টেরাকোটার শিল্পসামগ্রী ও ছৌ নাচ ও বাঁশ বেতের তৈরী সামগ্রীও| তৈরী হবে প্রায় ৭৫টি দোকান এছাড়াও থাকবে ২০টি খাবারের দোকান| ক্রেতাদের জিরিয়ে নেওয়ার জন্য থাকবে বসার জায়গা|
এই বাজার তৈরী হচ্ছে মালয়েশিয়া, হংকং এবং সিঙ্গাপুরের রাতবাজারের ধাঁচে। কেএমডিএ এই বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।