সেপ্টেম্বর ২৪, ২০১৮
শিকারা–বিহার শুরু পুরুলিয়ার সাহেব বাঁধে

গত ১১ই সেপ্টেম্বর শিকারার আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরুলিয়ায় সাহেব বাঁধে। গুল-গুলশন-গুলফাম নামে তিন শিকারার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী।
এদিন মন্ত্রী বলেন,এই জেলার সদর শহর পুরুলিয়াকেও পর্যটনের মুখ হিসাবে তুলে ধরতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহেব বাঁধের চারিপাশে সাজিয়ে শিকারা নামানো তার অন্যতম পদক্ষেপ। শহরকে নানাভাবে সাজিয়ে ট্যুরিস্ট লুক দিতে চাইছে পুরুলিয়া পুরসভা।
সাহেব বাঁধে নামার পরেই যেন কাশ্মীরের ডাল লেক মনে হয় এলাকাটিকে। শিকারার আনুষ্ঠানিক সূচনা হতেই পর্যটকদের ঢল নামে। শিকারায় চড়তে ভিড় জমান এলাকায় মানুষজনও।
সুদূর কাশ্মীর থেকে তিনটি শিকারাকে নিয়ে আসা হয়। এক একটি শিকারাতে পাঁচ জন করে বসা যাবে। যার মূল্য দিতে হবে পাঁচশো টাকা। তিরিশ মিনিট চড়লে লাগবে তিনশো টাকা। শিকারার চালকের আসনে থাকছে কাশ্মীরের চালকরাই। কাশ্মীরের একটি কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করলেও পর্যটনের পদক্ষেপে আয় বাড়বে পুরুলিয়া পুরসভার।