অগাস্ট ১১, ২০১৮
সুন্দরবনে বিদ্যুতের নতুন লাইন

দীর্ঘ প্রতীক্ষার পর সুভাষগ্রামে পরীক্ষামূলক ভাবে সূচনা হল বিদ্যুতের সাব স্টেশনের। সুভাষগ্রাম থেকে সুন্দরবনের প্রত্যন্ত সোনাখালিতে পৌঁছে যাবে বিদ্যুতের ১৩২ কেভি লাইন। বিদ্যুতের এই লাইন যাওয়ার ফলে ক্যানিং ১ ও ২, বাসন্তী, গোসাবা ব্লকের মানুষ উপকৃত হবেন। লো-ভোল্টেজের সমস্যা থাকবে না। সাব স্টেশন থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রায় ১৫ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
২০১৫ সালে এই সাব স্টেশনের কাজ শুরু হয়। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সাব স্টেশনটি তৈরি হয়েছে। সুভাষগ্রাম থেকে সোনাখালি পর্যন্ত প্রায় ৪১.২ কিমি বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার জন্য ১৬৬টি টাওয়ার বসানো হয়েছে।
বর্তমানে সুভাষগ্রামের বিদ্যুতের সাব স্টেশন দক্ষিণ ২৪ পরগনা জেলার বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।