মার্চ ৫, ২০১৯
পিপিপি মডেলে রাজ্যে নতুন নার্সিং স্কুল

পিপিপি মডেলে রাজ্যে নতুন ২৭টি নার্সিং স্কুল তৈরী হবে। ৬০ থেকে সৰ্বোচ্চ ১০০ টি জেনারেল নার্সিং ও মিড ওয়াইফারি পাঠক্রম পড়ানো হবে স্কুলে। ফলে প্রতি বছর সৰ্বোচ্চ ২৭০০ প্রশিক্ষিত নার্স পাবে রাজ্য।
প্রাথমিকভাবে নূন্যতম ১০০ বেডের সরকারি হাসপাতালে করা হবে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি। রাজ্যের যেসব সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সিং স্কুল বা কলেজ নেই সেখানেই হবে এই সব স্কুলগুলি। প্রতি জেলায় এক থেকে দুটি নার্সিং স্কুল গড়াই সরকারের উদ্দেশ্য।
বর্তমানে রাজ্যে নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা ৫৪। এই ২৭টি স্কুল চালু হলে সরকারি ও বেসরকরি যৌথ উদ্যোগের নার্সিং স্কুলের সংখ্যা বেড়ে হবে ৮১। যে ২৭টি জায়গায় এই নতুন স্কুলগুলি হবে সেগুলি হল: শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, দিনহাটা, গঙ্গারামপুর, চাঁচোল, মাল, করণদিঘি, ডোমকল, কান্দি, কল্যাণী, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, রামপুরহাট, কাঁথি, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, এগরা, খাতড়া, শালবনি, ডায়মন্ডহারবার, রঘুনাথপুর, কালনা, কাটোয়া এবং হলদিয়া।
ইতিমধ্যেই পিপিপি মডেলে ন্যায্যমূল্যের ওষুধের দোকান, রোগ ও রক্ত পরীক্ষা পরিষেবা চালু করে সাফল্য পেয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার নার্সিং ট্রেনিং স্কুলেও একই মডেল অনুসরণ করা হচ্ছে।
ফাইল চিত্র