সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৩০, ২০১৮

ঠিক উত্তর দিলেই নিখরচায় বেড়ানো, সৌজন্যে বেনফিশ

ঠিক উত্তর দিলেই নিখরচায় বেড়ানো, সৌজন্যে বেনফিশ

বিনা পয়সায় বেনফিশের ঘরে থাকতে চান?‌ শুধু প্রশ্নের উত্তর দিতে পারলেই হল।

শুক্রবার থেকে শহরের বিভিন্ন জায়গায় বেনফিশের তরফ থেকে চালু হয়েছে প্রশ্নোত্তর পর্ব। যেখানে ঠিক উত্তরদাতা পাবেন দুই রাত এবং তিন দিন যে কোনও একটি পর্যটন কেন্দ্রে বেনফিশের ঘরে বিনা পয়সায় থাকার সুযোগ।

এদিন মাছের নতুন চারটি পদ নিয়ে এল বেনফিশ। এই চারটি পদ হল, ১। প্রন কাটলেট, ২। ফিশ সাসলিক, ৩। লেমন ফিশফ্রাই এবং ৪। তোপসে ফ্রাই।
মাছের রকমারি পদের সঙ্গে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেনফিশের থাকার জায়গা আছে। যেখানে খাবারও পাওয়া যায়। এই জায়গাগুলি অনলাইনে বুক করা হয়। এবার থেকে বুকিংয়ের পর কাগজের বদলে বুকিং সংক্রান্ত বার্তা মোবাইল ফোনে পাবেন পর্যটকরা।

 

সৌজন্যে: আজকাল