সাম্প্রতিক খবর

অগাস্ট ২৫, ২০১৮

আলিপুর চিড়িয়াখানায় আরও বড় থাকার জায়গা পেল হাতিরা

আলিপুর চিড়িয়াখানায় আরও বড় থাকার জায়গা পেল হাতিরা

বিশ্ব হাতি দিবসে আরও বড় থাকার জায়গা পেল হাতিরা। উদ্বোধন হল পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর হাত ধরে। সঙ্গে ছিলেন রাজ্যের বনমন্ত্রীও। ঘটা করে ফিতে কেটে আলিপুর চিড়িয়াখানায় উদ্বোধন হল নবরূপে হাতিঘরের।

আলিপুর চিড়িয়াখানায় আগেও হাতিদের ঘর ছিল। কিন্তু সেই ঘরের স্থান যেমন বদলেছে, তেমনই আকারে-আয়তনও ভোল পাল্টেছে। কী রয়েছে নতুন হাতিঘরে? দুটি ঘর তৈরি করা হয়েছে। বাহারি রঙ দিয়ে যেন ক্যানভাস তৈরি করা হয়েছে ঘরের দেওয়ালে। যে ক্যানভাসে ধরা দিয়েছে হাতি। দুটি ঘরের সামনে সবুজ ঘাসে মোড়া বিশাল লন। শুধু তাই নয়, গাছও লাগানো রয়েছে। শাওয়ারের জলে গা ভেজানোর যেমন সুবিধা রয়েছে, তেমনই রয়েছে পুল। যেখানে আরাম করে স্নান সারতে পারবে ওরা।

আগে যে হাতিঘর ছিল, তার আয়তন ছিল ১৯৯১ বর্গমিটার। আয়তনে নতুন ঘর প্রায় ১২ হাজার বর্গমিটারের। শুধু কী তাই, আগে হাতিঘরে আরসিসি পুল ছিল ৪৫০ বর্গফুটের, গভীরতা ছিল ৪ ফিট, যেখানে ৯,৪০০ গ্যালন জল ভরা যেত। এখন নতুন ঘরে আরসিসি পুল ৩ হাজার বর্গফুটের, গভীরতা ৬ ফিট, যেখানে ৬০ হাজার গ্যালন জল ভরা যাবে। নতুন ঘরের পাশে তৈরি করা হয়েছে একটি লেক, যার আয়তন ৩৩৪৮ বর্গমিটার। হাতিদের জন্য নতুন যে রাত্রীনিবাস তৈরি করা হয়েছে, তার আয়তন ১৭৭ বর্গমিটার। নতুন ঘরে আরও একটা চমক রয়েছে। পুরনো রাত্রিনিবাসের সামনে ২০ ফুট উচ্চতার একটা শাওয়ার বসানো হয়েছে।