সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১২, ২০১৮

ভাগীরথীর ওপর নতুন সেতু - অনুমোদন রাজ্যের

ভাগীরথীর ওপর নতুন সেতু - অনুমোদন রাজ্যের

পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাকে সংযুক্ত করতে ভাগীরথীর ওপরে নতুন সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। কালনা ও শান্তিপুরকে জুড়বে এই সেতু। এই সেতুর জন্য ১,০৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পূর্ত দপ্তর এই নির্মাণ কাজ সম্পন্ন করবে। সেতুর দৈর্ঘ্য হবে ৮০০ মিটার। এর পাশাপাশি একটি রেলওয়ে ওভার ব্রিজও তৈরী করা হবে, যার দৈর্ঘ্য ৬০০ মিটার। অ্যাপ্রোচ এরিয়া সহ পুরো সেতুটির দৈর্ঘ্য হবে ২ কিঃ মিঃ। টেন্ডার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

শুধু যে কালনা ও শান্তিপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এই সেতুর মাধ্যমে, তাই নয়, পূর্ব বর্ধমানের কাটোয়া ও হুগলী জেলার ত্রিবেণীর যোগাযোগেও গতি আনবে এই সেতু।

নতুন সেতু নির্মাণের ফলে নদীয়া জেলাগামী পর্যটকরা যেমন উপকৃত হবেন, তেমনই জেলার তাঁতশিল্পীদেরও যাতায়াতের অনেকটাই সুবিধে হবে।