সাম্প্রতিক খবর

অগাস্ট ২০, ২০১৮

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিকাশের ক্ষেত্রে দেশের অন্যতম সেরা রাজ্য বাংলা। গত সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প আজ এই পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বাংলার কিছু সাফল্য:

বাণিজ্য করার সুবিধায় প্রথম সারিতে বাংলা,দেশের সর্বোচ্চ সংখ্যক ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনিট (৫২.৭ লক্ষ) বাংলায় নথিভুক্ত, যা সারা দেশের সামগ্রিক উনিট সংখ্যার ১১.৬২ শতাংশ। এই শিল্পের সাথে যুক্ত ১,০৯,১৫,৬২৬ জন।

২০১১-১৮ সালে গড়ে প্রতি বছর ২৮০০৮ টি সংস্থা নথিভুক্ত হয়েছে। সেখানে ২০০৪-১১ সালে এই সংখ্যাটি ছিল ১২১৯২।

২০১১-১৮ সালের মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রতি বছর গড়ে ২,০৯,১০৮ জনের কর্মসংস্থান হয়েছে, যা ২০০৪-১১ সালে ছিল ১,২৯,৯০৪ জন।

২০১৭ সালে ৩৮১ টি নতুন ক্লাস্টার গঠন করা হয়েছে, যেখানে ২০১১ সালে তৈরী হয়েছিল ৪৯টি।

২০১১-১৮ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে প্রদত্ত ব্যাঙ্ক ঋণের গড় পরিমাণ ছিল ২৪২৭২ কোটি টাকা, যা ২০০৪-১১ সালে ছিল ৭৩০২ কোটি টাকা।

অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও টেক্সপ্রো বেঙ্গল প্রকল্পের অধীনে ২০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠিত হয়েছে।

৬৫০০০-এরও বেশী উদ্যোগপতিদের উদ্যোগ আধার নথিভুক্তিকরণ ও সংবিধিবদ্ধ অনুমোদন নিষ্পত্তির কাজ সম্পন্ন করার পর সমস্ত সুবিধা দেওয়া হয়েছে।

রাজ্য এবং আঞ্চলিক স্তরে ১৩টি সিনার্জি সম্মেলনের আয়োজন করা হয়েছে । এর মাধ্যমে ৫০০০০ উদ্যোগপতিকে ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান ‘ও দ্য স্পট’ দেওয়া হয়েছে।

হিল বিজনেস সামিট ২০১৮ থেকে ১৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

ইন্টারনেট নির্ভর পরিষেবা প্রদান – বিধিবদ্ধ সহায়তা www.myenterprisewb.in, আর্থিক সহায়তা www.msmebengalinvest.in কারিগরি সহায়তা www.msmetfc.in – করা হয়েছে।

১,৪৭,৫০০ জন উদ্যোগপতিকে www.myenterprisewb.in পোর্টালের মাধ্যমে ওয়েব ভিত্তিক টিউটোরিয়াল প্রদান করা হয়েছে।