সাম্প্রতিক খবর

অগাস্ট ২০, ২০১৮

খাদি শিল্পের বিকাশে উদ্যোগী রাজ্য

খাদি শিল্পের বিকাশে উদ্যোগী রাজ্য

রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের নানা উদ্যোগের ফলে খাদি শিল্পের বিকাশ ঘটেছে বাংলায়।

সারা রাজ্যের খাদি শিল্পীদের সঠিক সহায়তা প্রদানের মাধ্যমে উন্নতি হয়েছে এই ক্ষেত্রে। এর ফলে এই শিল্পীদের জীবনধারার মানোন্নয়ন হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক পর্ষদের কিছু উল্লেখযোগ্য সাফল্য:

  • ২০১১-১২ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যে খাদি শিল্পীদের সংখ্যা বেড়েছে ৮.৫ গুণ।
  • ২০১১-১২ থেকে ২০১৭-১৮ অর্থবর্ষের মধ্যে খাদি পণ্যের বিক্রি ২৯ গুণ বেড়ে হয়েছে ৯৬.৮ কোটি টাকা।
  • ৩০০০ মসলিন শিল্পীকে নিয়ে ‘প্রজেক্ট মসলিন’ প্রকল্প শুরু করা হয়েছে।
  • ১৮০০ স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে ‘প্রজেক্ট শালপাতা’ প্রকল্প শুরু করা হয়েছে। ঝাড়গ্রামে তৈরী হয়েছে একটি সেন্টার অফ এক্সেলেন্স।
  • ২৫০০ মাদুর শিল্পীকে নিয়ে ‘প্রজেক্ট মাদুর প্রকল্প শুরু করা হয়েছে।
  • ২১০০ শিল্পীকে নিয়ে শুরু হয়েছে ‘ প্রজেক্ট সবাই’ প্রকল্প।