অগাস্ট ২১, ২০১৮
উদ্যোগপতিদের সুবিধার্থে আরও 'এক্সপোর্ট সেল' খুলবে রাজ্য

রাজ্যজুড়ে আরও উদ্যোগপতি তৈরী করতে নতুন ভাবনা সরকারের। জেলায় জেলায় আরও নতুন ‘এক্সপোর্ট সেল’ বা রপ্তানি কেন্দ্র খুলবে রাজ্য সরকার। শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ রাজ্য শিল্প উন্নয়ন নিগম এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এই রপ্তানি কেন্দ্রগুলির দায়িত্বে থাকবে।
নতুন উদ্যোগ শুরু করতে কি পদ্ধতিতে এগোনো উচিত, তা প্রত্যন্ত অঞ্চলের যুবদের মধ্যে প্রচার করবে এই কেন্দ্রগুলি। জেলার বাণিজ্যিক কেন্দ্রে এগুলি তৈরী হবে।
এই কেন্দ্রগুলিতে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন সাধারণ মানুষের মুশকিল আসানের জন্য। স্টার্ট-আপে ইচ্ছুক মানুষের বিভিন্ন জিজ্ঞাস্য বিষয়ের উত্তর দেবেন তারা। বিভিন্ন প্রকল্প, নিয়ম কানুন, ব্যবসা চালু করতে কি কি নথি দরকার ইত্যাদি সহ বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখানে। এর জন্য এই প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এই আধিকারিকরা বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাও খুঁটিয়ে দেখবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কি করতে হবে, তাও বাতলে দেবেন এঁরা।
উল্লেখ্য, গত বছর বাংলার রপ্তানি বেড়েছে ১১.১৮ শতাংশ। ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যের রপ্তানির পরিমাণ ছিল ৮২৩ কোটি ডলার যা ২০১৭-১৮ অর্থবর্ষে বেড়ে হয়েছে ৯১৫ কোটি ডলার। ২০১৭-১৮ সালে ভারতীয় মূল্যে প্রায় ৬২,০০০ কোটি টাকার সামগ্রী রপ্তানি করেছে বাংলা। ইতিমধ্যেই, ২০২১ সালের মধ্যে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।